০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দুর্গা বিসর্জন করতে গিয়ে দুর্ঘটনা। ভারতের মধ্যপ্রদেশে খান্ডোয়া জেলার পান্ধনা এলাকায় পুকুরে গিয়ে পড়ে একটি গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত, কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, পান্ধনা এলাকায় দু’টি গ্রামের বাসিন্দারা স্থানীয় একটি জলাশয়ে দুর্গা বিসর্জন করতে যান। দশমীর দিন প্রথা মেনে ট্রাক্টর-ট্রলি করে দুর্গা বিসর্জন জন্য যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। গাড়িতে কমপক্ষে ২৫ জন ছিলেন বলে খবর। জলাশয়ের ধারেই একটি কার্লভার্টের উপরে দাঁড়িয়ে ছিল গাড়িটি। হঠাৎই টাল সামলাতে না পেরে গাড়িটি জলাশয়ের মধ্যে উল্টে পড়ে যায়। বিষয়টি লক্ষ্য করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই জলাশয়ে...