ডিজিটাল গণমাধ্যম জেটেওকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগসহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কোনো কোনো রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মনে করছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইড লাইনে প্রধান উপদেষ্টা জেটেওর মেহেদি হাসানকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে সমালোচনা শুরু হলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেসবের ব্যাখ্যা দেন৷ কিন্তু ইতিমধ্যে দেশে ফিরলেও প্রধান উপদেষ্টা নিজে ওসব বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি। প্রধান উপদেষ্টার যে দুটি বক্তব্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা হলো, নির্বাচন ও আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গ। তাকে প্রশ্ন করা হয়েছিল, নেপালে, যেখানে এই বছর কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যূত...