বৃহস্পতিবার, সকাল থেকে ঢাকা মহানগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচল কম থাকলেও রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। মানুষের চলাচল অনেকটা কম থাকায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আয়-রোজগারও কম হয়েছে বলে তারা জানান। বৃহস্পতিবার, সন্ধ্যায় অটোরিকশাচালক আবুল কালাম বলেন, ‘আগে ৫০০ টাকা রিকশার জমা বাদে ৭০০-৮০০ টাকা কামাতে পারতাম। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত মাত্র ৮০০ টাকা কামায় করেছি। ঢাকায় মানুষই নাই, আয় করমু কীভাবে?’ স্বাভাবিক দিন অর্থাৎ সরকারি কর্মদিবসে সকাল থেকেই মহানগরীতে চিরচেনা যানজটের রূপ দেখা যায়। বৃহস্পতিবার, ভোরে ভারী বৃষ্টি আর ছুটির প্রভাবে পাল্টে যায় ওই চিত্র। নগরবাসীকে গত দু’দিন যানজটের দুর্ভোগ পোহাতে হয়নি। সড়কগুলো অনেকটা ফাঁকা থাকায় মেট্রোরেলেও যাত্রীদের খুব বেশি চাপ দেখা যায়নি। মিরপুর-১ থেকে প্রেসক্লাবের সামনে...