নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ দিলে তা নিয়ে নিজের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ইসিতে নিবন্ধনের সময় নাগরিক ঐক্য ‘শাপলা অথবা দোয়েল’ প্রতীক দাবি করেছিল। কিন্তু জাতীয় প্রতীক বিবেচনায় সেটি তখন বরাদ্দ দেয়নি ইসি। পরে ‘কেটলি’ প্রতীক বরাদ্দ পায় দলটি। এখন নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকলেও এই প্রতীকের দাবিতে অনড় এনসিপি। তবে ইসি বলছে, নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য ৫০টি প্রতীকের যে তালিকা দেয়া হয়েছে, এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে তা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। এ নিয়ে বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জে নাগরিক ঐক্যের এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি তো চেয়েছি আমাকে দেয়নি। তারা (ইসি) বলেছে, এটা নাকি জাতীয় প্রতীক।...