বান্দরবানের লামা মাতামুহুরী নদীতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকা সংলগ্ন মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম মো. সোহান (২৭)। সে ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে বলে জানা গেছে। লামা হোয়াইট পিক রিসোর্টের মালিক মো. আজিম জানান, ঢাকা থেকে দুই বন্ধু মো. সোহান ও মো. শাকীল বৃহস্পতিবার, সকালে তার রিসোর্টে ওঠে। রিসোর্টের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন শেষে তারা ঘুরতে বের হয়ে আবার রিসোর্টে ফিরে আসে। বিকেলে তারা দু’জন রিসোর্ট সংলগ্ন মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। নদীর পানি কম থাকায় তারা কিছুটা হেঁটে এবং সাঁতার কেটে মাঝের দিকে যায়। আকষ্মিক তারা নদীর কূপের মধ্যে (গভীর খাদ) পড়ে ডুবে যায়। এ সময় শাকীল ওপরে ওঠতে সক্ষম...