তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে খাগড়াছড়িতে সহিংসতা সৃষ্টি করে শারদীয় দুর্গোৎসব পণ্ড করে বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। কিন্ত শান্তিপ্রিয় খাগড়াছড়ির জনগণ সে ষড়যন্ত্র প্রতিহত করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সবার আগে দেশ। এই দেশ আমাদের, সকলে মিলে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এ সময় খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার বলেন, গত বছরও পাহাড়িদের একটি পক্ষ আমাদের পূজা বর্জন করতে পরার্মশ দিয়েছিল। কিন্তু আমরা ডাকে সাড়া না দেওয়ায় তারা এবারও একই চেষ্টা করেছে। কিন্তু সেনাবাহিনী,...