যদি জলাশয়ের পানি বিশুদ্ধ না করে পান করা হয়, খাবারের কাজে ব্যবহার কিংবা থালাবাসন ধোয়া, কাপড় কাচা প্রভৃতি কাজে ব্যবহার করা হয় তাহলে ডায়রিয়া বা পানিবাহিত রোগবালাই হতে পারে। লক্ষণ : ডায়রিয়ার শুরুতে পাতলা পায়খানা, পেটে ব্যথা, জ¦র জ¦র ভাব, ক্ষুধামান্দ্য এবং বমি শুরু হয়। পাতলা পায়খানা অনেক সময় তীব্র আকার ধারণ করে। অনেকের পাতলা পায়খানার সঙ্গে রক্ত মিশ্রিত অবস্থায় যেতে পারে আবার ক্ষেত্রবিশেষে পাতলা পায়খানার সঙ্গে মিউকাস নির্গত হয়। পাতলা পায়খানার কারণে পানিশূন্যতা সৃষ্টি হয়। ফলে শরীর নেতিয়ে পড়ে, চোখ ডেবে যায়, তৃষ্ণা বেড়ে যায়, রক্তচাপ কমে যায়, হৃৎস্পন্দন বেড়ে যায়। প্রথম দিকে তৃষ্ণা অনেক বেড়ে যায়, কিন্তু ভয়াবহ রকম পানিশূন্যতায় পানি পান করার আকাক্সক্ষা উবে যায়। মূত্র উৎপাদন কমে যায়। পানিশূন্যতা থেকে কিডনি বিকল হয়ে পড়ে। যাদের আগে...