ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের প্রায় সব জাহাজই আটক করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রায় ৪০টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া নৌকাগুলোতে থাকা সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থানবার্গসহ অন্তত চার শতাধিক বেশি বিদেশি কর্মীকে আটক করে তারা। এরপর পরই আন্তর্জাতিক নিন্দা এবং বিক্ষোভের মুখে পড়ে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রয়টার্সের যাচাই করা নৌকাগুলো থেকে সরাসরি সম্প্রচারিত ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট ও নাইটভিশন গগলস পরা সশস্ত্র ইসরায়েলি সেনারা জাহাজগুলোতে ওঠে। এসময় যাত্রীরা লাইফ ভেস্ট পরে হাত উঁচু করে দাঁড়িয়ে ছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, থানবার্গ ডেকে বসে আছেন, সেনারা তাকে ঘিরে রেখেছে। পরিবেশ আন্দোলনের জন্য সর্বাধিক পরিচিত ২২ বছর বয়সি থানবার্গ আটকের আগ মুহূর্তে রেকর্ড করা...