ব্রিটেনে বামপন্থী রাজনৈতিক আন্দোলন, যা ‘ইয়োর পার্টি’ নামে পরিচিত, ফের নতুন করে অস্থিরতার মুখে পড়েছে। প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিন (৭৬) নির্বাচন কমিশনে দলটির একমাত্র আনুষ্ঠানিক নেতা হিসেবে নিবন্ধিত হওয়ার পর সহ-প্রতিষ্ঠাতা ও শরিক, কভেন্ট্রি সাউথের এমপি জারা সুলতানা কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন। গ্রীষ্মজুড়ে চলা প্রকাশ্য বাদানুবাদ ও অভ্যন্তরীণ কোন্দলের পরই এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো, যা দলটির বহু আকাঙ্ক্ষিত, নতুন ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বিকল্পের প্রতিশ্রুতির ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। লেবার পার্টি থেকে এ বছরের গোড়ার দিকে পদত্যাগ করে করবিনের সঙ্গে নতুন এই দলের সহ-নেতৃত্ব দিতে আসা সুলতানার নাম নির্বাচন কমিশনের সরকারি তালিকায় স্পষ্টতই অনুপস্থিত। যদিও কমিশন বলেছে যে, রাজনৈতিক দলগুলো শুধু একজন আনুষ্ঠানিক নেতাকেই নিবন্ধন করাতে পারে। তবুও বামপন্থার সমালোচকরা এই পদক্ষেপকে ‘একটি রাজনৈতিক পদক্ষেপ, যেখানে কোনও ভোট ছাড়াই...