বহুল আলোচিত মডেল মেঘনা আলমকে হত্যার হুমকি ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে- এমনই আভাস দিলেন এই সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) মেঘনা আলম লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। এই দিনে ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার মতোই সত্য বলার ভঙ্গুরতা ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে মনে করিয়ে দেয় এই দিনটা।’ মেঘনা আরও উল্লেখ করেছেন, ‘আজও আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে। কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি লুকাতে চাচ্ছে।’ মেঘনা বলেন, তিনি নির্ভীক এবং আশ্বস্ত রয়েছেন। তিনি আরও বলেন, ‘সৌদি আরবের...