শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো। বিজয়া দশমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে সদরঘাট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালেন শত শত ভক্ত-অনুরাগী। ভক্তদের মনে একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে নতুন করে আমন্ত্রণ জানানোর প্রতীক্ষা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন কন্যারূপে আগমন ঘটে দেবীর। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে তিনি এক বছরের জন্য কৈলাসে ফিরে যান। উৎসবমুখর পরিবেশে এ শোভাযাত্রা মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে শুরু হয়ে কয়েক ঘণ্টা রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।আরও পড়ুনআরও পড়ুনপ্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশু শোভাযাত্রায় রঙিন সাজসজ্জা, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তিগীতির সুরে মুখরিত হয়ে ওঠে রাজধানী। ছোট-বড়, নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ হাতে দেবীর প্রতীক, আলপনার ছাপ, দেশীয় বাদ্যযন্ত্র ও পতাকা নিয়ে যোগ...