আইএসপিআর বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) জানিয়েছে, গত মঙ্গলবার রাতে আকষ্মিক ঝড়ো হাওয়ায় রাঙ্গামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকার একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালায়। নৌকা ডুবে ৫জন নিখোঁজ হয়েছিল। ওই রাতে ২জনকে জীবিত ও ১ শিশুর মৃতদেহ উদ্ধার করছে। গতকাল বুধবার পহেলা অক্টোবর সকালে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। একই রাতে নানিয়ারচর উপজেলার মহ্জানপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ওই নৌকায় থাকা ৬ যাত্রীর মধ্যে ৪জন সাঁতার কেটে তীরে উঠে। ২ জন নিখোঁজ থাকে। তারা হলো ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে। সেনাবাহিনী ছাড়াও ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ, নিরলস চেষ্টায় এই উদ্ধার তৎপরতা...