বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে এক গভীর অনিশ্চয়তা বিরাজ করছে। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বিএনপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এটি কেবল দুটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং আদর্শিক অবস্থান, জোটবদ্ধতা এবং জনগণের প্রত্যাশার একটি জটিল সমীকরণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি প্রশ্ন ক্রমেই গুরুত্ব পাচ্ছে—আগামী নির্বাচনে বিএনপি কোথায় দাঁড়াবে এবং জামায়াত কীভাবে নতুন করে প্রভাব বিস্তার করবে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকে ভেবেছিলেন, বিএনপি অবাধ-সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেলে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। কিন্তু কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিরোধী শক্তির নতুন জোটের কারণে এখন আর বিষয়টি এতটা সরল নয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের...