বাংলাদেশের রকসংগীতের জীবন্ত কিংবদন্তী ফারুক মাহফুজ আনাম জেমসের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার (২ অক্টোবর)। এদিন দেশের সংস্কৃতি মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে বিরল বলে মন্তব্য করছেন সংস্কৃতি অঙ্গনের মানুষ! জেমসকে নিয়ে দেয়া শুভেচ্ছা বার্তায় মন্ত্রণালয় লিখেছে— ‘চেয়ে দেখো উঠেছে নতুন সূর্য’ গাইতে গাইতে তিনি নিজেই বাংলাদেশ তথা দুনিয়ার সংগীত আকাশে সূর্য হয়ে উদিত হন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি আমাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। আজ এই রক লিজেন্ডের জন্মদিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করছে। কিপ রকিং। এই শুভেচ্ছাবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন—“শুভ জন্মদিন জেমস ভাই! আপনি বাংলাদেশের সংস্কৃতির এক অসাধারণ দূত। অসংখ্য শিল্পীর অনুপ্রেরণা...