সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (টিটিসি) শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, এই পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র ঢাকায়। এবারে বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন। তবে বিভাগভেদে প্রার্থীর সংখ্যা ভিন্ন হবে। বিশেষ বিসিএস হওয়ায় এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীরা সরাসরি লিখিত পরীক্ষায় (এমসিকিউ) অংশ নেবেন। পরীক্ষাটি ২০০ নম্বরের হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে হবে। পিএসসি জানিয়েছে, ৪৯তম...