যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলায় দুজন নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকেও গুলি করে হত্যা করেছে পুলিশ।এ ঘটনায় আরও দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ক্রাম্পসাল এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগের কাছে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের কিছু পরেই পুলিশের কাছে খবর পৌঁছায়, একটি গাড়ি দিয়ে পথচারীদের চাপা দেওয়া হয়েছে এবং একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, সকাল ৯টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যাকে গুলি করা হয়, যিনি হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। তিন মিনিট পর সকাল ৯টা ৪১ মিনিটে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং গাড়ি ও ছুরিকাঘাতে আহত চারজনকে চিকিৎসা দেওয়া শুরু হয়। পুলিশ জানায়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে হামলাকারীর পরনে...