দেবি দুর্গার প্রতিমা বিসর্জনের সময় দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। স্থানীয় বাসিন্দারা ১১ জনকে উদ্ধার করতে পারে, এরমধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়াও এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজে শিশুটির সন্ধানে পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) নদীতে অভিযান চালাচ্ছে এবং একটি ক্রেনের মাধ্যম ডুবে যাওয়া গাড়িটিকে টেনে বের করা হয়েছে। অন্যদিকে খানদাওয়া বিভাগের পান্দানা তহসিলের আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আরদলা...