০২ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, স্বাধীন বাংলাদেশে সকল ফ্যাসিস্টদের দেখে নেওয়া হবে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেক রক্তাক্ত ইতিহাস আছে, অনেক মজলুমের কান্না আছে, হাজারো স্মৃতি আছে। খুনি হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় এসেছিলো, তখন যে ক্যাম্পাসগুলোকে প্রথমে টার্গেট করেছিলো, তার মধ্যে অন্যতম ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে চায়ের আড্ডায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, আমাদের অসংখ্য ভাই-বোনকে রাতের আঁধারে নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের মেরে থানায় নেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পরিবারকে হ্যারাস করা হয়েছে। তাদের শিক্ষাজীবন ধ্বংস করার সব ধরনের আয়োজন করা হয়েছিলো। এখনো পর্যন্ত আমাদের প্রিয় ভাই ওয়ালিউল্লাহ এবং আল...