রাজশাহীতে শান্তিপূর্ণভাবে প্রতীমা বিসর্জন চলছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজশাহীর মন্নুজান ঘাট, পুলিশ লাইন্স ঘাট ও আই-বাঁধ ঘাটে প্রতিমা বিসর্জন চলছে। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর মন্নুজান ঘাটে উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের পুলিশ কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা বিসর্জন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে, সরকারি নির্দেশনার আলোকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ইউনিফর্মে, সাদা পোশাক এবং সিআরটি ও ডিবি পুলিশ মাঠে রয়েছে। রাজশাহী মহানগরীতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে প্রতিমা...