সার্বিয়ার বেলগ্রেডের একটি স্পোর্টস একাডেমিতে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সাঁতার শেখানো হয়৷ এই প্রশিক্ষণ তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সামাজিক-মানসিক বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে জানিয়েছেন দেশটির একজন অটিজম বিশেষজ্ঞ৷ সুইম্বো স্পোর্টস একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়৷ একাডেমির প্রতিষ্ঠাতা বোয়ান পোচুচার লক্ষ্য, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য এবং মনোসামাজিক দক্ষতা উন্নত করা৷ সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার শেখান তিনি৷ তার সবচেয়ে বড় পুরস্কার হলো শিশুদের অগ্রগতি৷ বোয়ান পোচুচা বলেন, ‘‘এটা শুধু আমরা তাদের কী শেখাই তা নয়; আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখি৷ কাজটা পারস্পরিক৷ আমাদের সবারই জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু যখন আমি এখানে পুলে আসি এবং এই শিশুদের কাছ থেকে ভালোবাসা পাই ... এর কোনো তুলনা হয় না৷ আমরা সত্যিই তাদের কাছ থেকেও অনেক কিছু পাই৷'' অভিভাবকরাও সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশ নেন, যা...