অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আলীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, নন্দিরগাওঁ দারুস সালাম মাদ্রাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, বর্তমান, সাবেক জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ছয়জনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলা দ্রুত প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।‘অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না গ্রামে’গত রোববার বন বিভাগের করা একটি মামলার ছয়জন আসামি আদালতে জামিন আবেদন করেন। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।তারা হলেন— উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক সদস্য...