ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে হারই যেন নিয়তি হয়ে গেছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার। এবার ২০২৫-২৬ মৌসুমের ম্যাচে ঘরের মাঠে এগিয়ে যেয়েও কাতালানরা ২-১ গোলে হেরেছে সফরকারী পিএসজির কাছে। বুধবার রাতের আরেক ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলের পরও ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।অন্যান্য ম্যাচগুলোতে সহজ জয় পেয়েছে আর্সেনাল ও নিউক্যাসল। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে আরও জয় পেয়েছে নাপোলি ও বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে স্প্যানিশ চ্যাম্পিয়ন এবং ফরাসি ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নের মধ্যে মৌসুমের শুরুর দিকে ম্যাচটি ছিল সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ইনজুরির কারণে ব্যালন ডি’অর জয়ী ওসমান ডেম্বেলে দলের বাইরে থাকায় পিএসজির শক্তি কিছুটা হলেও খর্ব হয়। এই সুযোগ স্বাগতিকদের হয়ে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেন লামিন...