০২ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী বলেছেন—সুন্নিরা মাজারে গেলে একটি দল বলত, তারা মাজারে পূজা করতে যায়। তিনি প্রশ্ন করেন (জামায়াত কে উদ্দেশ্য করে)—সেই দল এখন মন্দিরে কি করতে যায়? তারা কি এখন প্রসাদ খেতে গিয়েছে? তারা পূজামণ্ডপ পাহারার নামে বান্ডেল নিয়ে আছে। দৈনিক হাজিরা মাফিক অর্থ নিচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) একটি ওয়াজ মাহফিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তাহেরী বলেন, এই দলটি এক সময় খেলাফতের স্লোগান দিয়েছে, আর এখন কোন ট্যাবলেট খেয়ে আল্লাহর নাম বাদ দিয়েছে। তাদের মনের কথা জনগণ বুঝে গেছে। নীলনদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলামও ইসলাম না। এই দেশে এই অপশক্তির জায়গা দেওয়া যাবে না। তিনি...