নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিয়েছে বাংলাদেশ। নিজেদের খেলা প্রথম আসরে কেবল একটি জয় পেয়েছিল টাইগ্রেসরা। সেই জয়টি এসেছিল পাকিস্তানের বিপক্ষে। এবার দ্বিতীয় আসরের শুরুটা সেই পাকিস্তানকে হারিয়েই করলো লাল-সবুজের দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১২৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। এদিন রানতাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় দিয়ানা বেগের শিকার হয়ে ফেরেন ফারজানা হক। ১৭ বলে খেলে মাত্র ২ রান করেন এই ওপেনার। এরপর...