গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় বিজয়া দশমীর অনুষ্ঠানে তুরাগ নদে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ দুই শিশু হলো— গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাষ মনি দাসের মেয়ে অঙ্কিতা (২) ও একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় (৯)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় প্রতিমা বিসর্জনের সময় একটি নৌকা ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শিশু অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা অন্যান্য নৌকা নিয়ে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে...