ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে লিওনেল মেসি ভারতে যাবেন বলে খবর ছড়িয়ে পড়েছিল আগেই। আর্জেন্টাইন ফুটবল জাদুকর এবার নিশ্চিত করে দিলেন বিষয়টি। প্রায় দেড় দশক পর এশিয়ার দেশটিতে পা রাখতে তর সইছে না বিশ্বকাপ জয়ী তারকার। ৩৮ বছর বয়সী মেসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আসন্ন ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। “এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।” “এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের দেখা করতে পারাটাও হবে সম্মানের।” আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি।...