ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন অবস্থায় মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটিতে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। নিহত ২ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ জন ও ঢাকা উত্তর সিটিতে ১ জন মারা গেছেন। বয়সভেদে আক্রান্তদের মধ্যে ৫ বছর বয়সের শিশু ১৫টি, ৫-১০ বছর বয়সের শিশু ১৫ জন, ১১-১৫ বছরের ২৩ জন, ১৬-২০ বছরের ৫৬ জন, ২১-২৫ বছরের ৫৭ জন, ২৬-৩০...