রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন হাট-বাজারে জবাইখানা/কসাইখানায় পশু জবাইয়ের পূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে। অ্যানথ্রাক্স/তড়কা সচেতনতামূলক লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা কর্মসূচি চলমান রেখেছে প্রাণিসম্পদ বিভাগ। জানা যায়, গত জুন-জুলাই মাসে উপজেলায় শতাধিক মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিলে নড়েচড়ে বসে প্রাণিসম্পদ বিভাগ। এরইমধ্যে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয় কিন্তু স্বাস্থ্য বিভাগ এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে প্রাণিসম্পদ বিভাগ সংগৃহীত নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত করেছে। এ পরিস্থিতিতে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার ৮টি স্পটে পশু জবাইয়ের পূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ্যতা নিশ্চিত হয়ে জবাই করার অনুমতি দেয়া...