চলতি মাসে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার জন্য ইতোমধ্যে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে। পরবর্তীতে আরো দুই সদস্য যোগ করা হয় লাল-সবুজের এই দলে। সেখান থেকে আজ অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকে ছিটকে যান ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। হংকং ম্যাচের স্কোয়াড থেকে ইব্রাহিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের সময়ে হাটুতে চোট পান এই ফুটবলার। জানা যায় রিকভারি করে ইব্রাহিমের মাঠে ফিরতে প্রয়োজন হবে অন্তত দুই থেকে চার সপ্তাহ। এদিকে আরো কিছু ফুটবলারের ফিটনেস নিয়ে রয়েছে চিন্তা। যেখানে আগামী সপ্তাহে ঢাকায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে আজ বাংলাদেশের স্কোয়াড ছেড়ে চলে গেছেন ইব্রাহিম। গত দুই দিন যাবত হংকং ম্যাচের জন্য অনুশীলন করছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তবে দলের...