০২ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ২ চার ও ৩ ছক্কায় ৩১ বল ৪০ রান করেছেন গুরবাজ। ২৫ বলে ৩৮ রান এসেছে নবীর ব্যাট থেকে। <েষ দিকে তারা দেড়শ পার করেন শারাফুদ্দিন আশরাফের ১২ বলে ১৭ রানে। শেষ ৪ ওভারে তারা তোলে ৫১ রান। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একটি করে নেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় আফগানরা। প্রথম ওভারেই তানকিনকে তিনবার বাউন্ডারিছাড়া করেন ইব্রাহিম জাদরান। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। টানা চার ওভারে চার উইকেট তুলে নেয় টাইগাররা। দলীয় চতুর্থ ও...