ট্রান্সজেন্ডারিজমকে আধুনিক যুগের বড় ফিতনা বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, একজন ছেলের লিঙ্গ আছে, দাড়ি আছে। কিন্তু সে ইনজেকশন নিয়ে গলার কণ্ঠ পরিবর্তন করে ফেলে, দাড়ি কমিয়ে ফেলে নারী সাজে। কপালে টিপ, হাতে চুড়ি, গায়ে শাড়ি-থ্রি পিস পরবে আর বলবে আমি নারী। কিন্তু হাজার বার বললেও কাপড়ের ভেতরে যে লিঙ্গ আছে তা বদলানো যাবে না কোনো দিন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে ইসলামী বইমেলা প্রাঙ্গণে প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, একটা পপুলার মতবাদ আছে, বস্তুবাদ। আমরা জানি না বস্তুবাদ বলতে কি? উদারতাবাদ, মানবতাবাদ -কথাগুলো দেখতে সুন্দর, শুনতে চমৎকার। কিন্তু...