বাংলাদেশ কৃষি ব্যাংকে (BKB) ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) স্কিমে টাকা রাখলে কত মাসিক লাভ পাওয়া যায়, তা অনেকেরই জানার আগ্রহ রয়েছে। ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর মেয়াদি এফডিআর সুবিধা চালু আছে। একই হারে ২ লক্ষ বা ৩ লক্ষ টাকা জমা রাখলে লাভ দ্বিগুণ বা তিনগুণ হবে। যেমন—২ লক্ষ টাকায় এক মাসে প্রায় ৯৯২ টাকা এবং...