ভারতে ভ্রমণের জন্য অক্টোবর নিঃসন্দেহে অন্যতম সেরা মাস। বর্ষার পর বাতাস থাকে সতেজ, আকাশ পরিষ্কার আর আবহাওয়া থাকে একেবারে ঘোরাঘুরির উপযুক্ত। পাহাড়, সমুদ্র বা ঐতিহাসিক নগরী অক্টোবরে প্রতিটি জায়গাই যেন তার সেরা রূপে ধরা দেয়। কেউ চাইলে নিরিবিলি বিশ্রাম, কেউ চাইলে অ্যাডভেঞ্চার বা সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা সব রকম স্বাদ মেলে এই সময়ে। চলুন জেনে নেওয়া যাক, অক্টোবর মাসে ভারতে ভ্রমণের মতো ১০টি স্বপ্নের গন্তব্য। জোধপুর, রাজস্থান‘ব্লু সিটি’ নামে পরিচিত জোধপুর ভরপুর ইতিহাস আর মরুভূমির সৌন্দর্যে। অক্টোবরের শীতল আবহাওয়া দুর্গ, প্রাসাদ আর জমজমাট বাজার ঘোরার জন্য একেবারে উপযুক্ত। মরুভূমি ভ্রমণও এ সময় অনেক আরামদায়ক হয়, আর শরতের আলোয় শহরের স্থাপত্য যেন আরও মনোমুগ্ধকর লাগে। আগ্রা, উত্তর প্রদেশতাজমহলের শহর আগ্রা ঘোরার সেরা সময় হলো অক্টোবর। গরম না থাকায় সহজেই ঘোরা যায় তাজমহলসহ...