দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ বিরতির পর এ উদ্যোগকে সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার কারণে পরিষেবা আর চালু হয়নি। তবে সর্বশেষ আলোচনায় দুই দেশ সম্মত হয়েছে, ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে শীতকালীন সময়সূচি অনুযায়ী সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই দুই দেশের...