বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়া আফগানরা শুরুতে কিছুটা ধীরগতিতে এগিয়েও শেষের ঝড়ো আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়তে সক্ষম হয়।আফগার টপ-অর্ডারের রহমানউল্লাহ গুরবাজ খেলেন ঝকঝকে ইনিংস। ৩১ বল খেলে দুই চার ও তিনটি ছক্কায় তিনি ৪০ রান করেন। অভিজ্ঞ মোহাম্মদ নবি ক্রমাগত চাপের মধ্যে দ্রুত ২৫ বল খেলে ৩৮ রান যোগ করেন, যার মধ্যে চারটি ছয় ছিল। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ বল খেলে ১৫ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখেন, আর শেষ দিকে শারাফউদ্দিন আশরাফ ১২ বল খেলে ১৬ রান যোগ করে দলের স্কোর ১৫১-এ নিয়ে আসেন।বাংলাদেশের বোলাররাও মোটামুটি নিয়ন্ত্রণে ছিলেন। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নিয়েছেন, আর...