বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল অনুযায়ী বড় কোনো কার্যক্রম ছিল না বৃহস্পতিবার। তবু সকাল থেকেই বিসিবি ভবনের সামনে জড়ো হন কয়েকশ মানুষ। সাধারণত ক্রিকেট ম্যাচ চলাকালীন এমন ভিড় দেখা যায়, কিন্তু এখন তো মিরপুরে কোনো খেলা নেই! কারণ খুজঁতে গিয়ে জানা যায়, বিসিবি নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের আহ্বান জানিয়ে তারা মানববন্ধন করবেন মূল ফটকের দুই পাশে। তবে কার সমর্থনে তারা এসেছেন বা কে আসতে বলেছে, এ নিয়ে কোনো উত্তর মিলল না ঠিকঠাক। বিকেল তিনটার দিকে বিসিবি ভবনে প্রবেশ করেন মনোনয়নপত্র প্রত্যাহার করা দুজন প্রার্থী—ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তাদের সঙ্গে ছিলেন ওল্ড ঢাকা ক্রিকেটার্সের কাউন্সিলর মো: ইব্রাহীম খলিল। তিনি ক্লাব ক্যাটাগরিতে প্রার্থী...