যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উত্তরে ইহুদিদের প্রার্থনাগৃহ সিনাগগের বাইরে ‘সন্ত্রাসী’ হামলায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে, যাকে পুলিশের গুলিতে হত্যা করেছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী পুলিশিং বিভাগের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর জানান, এই হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারের সহিংসতার পর জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রাথমিকভাবে এক্স-এ একাধিক পোস্টে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটের কিছুক্ষণ পরেই ক্রাম্পসলের হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগ থেকে ফোন আসে। স্থানীয় একজন জানিয়েছেন, তিনি একটি গাড়ি লোকজনের উপর চাপা দিয়ে যেতে দেখেছেন...