০২ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের মতো ভাই-বোন। তাদের জন্য আন্দোলন হয়, অধিকার প্রতিষ্ঠার দাবি ওঠে। কিন্তু ট্রান্সজেন্ডার আলাদা—একজন পুরুষ নিজের মনে ভাবেন তিনি নারী, কিংবা একজন নারী নিজেকে পুরুষ মনে করেন। অথচ আল্লাহ তাকে যে শারীরিক অবয়ব দিয়েছেন, তা পরিবর্তন করা সম্ভব নয়। এ ধরণের চিন্তাধারা আধুনিক যুগের বড় ফিতনা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্বগেট ইসলামী বইমেলা প্রাঙ্গণে প্রফেসর ড. আহমদ আলীর লেখা ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীকে অনেকেই এক মনে করেন, কিন্তু আসলে তা নয়। হিজড়ারা তৃতীয় লিঙ্গের মানুষ,...