ইথিওপিয়ায় একটি ধর্মীয় উৎসবে গির্জার ভেতরে কাঠের মাচা ভেঙে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। বুধবার (১ অক্টোবর) আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনের মিনজার শেনকোরা ওরেদার আরেরতি সেন্ট মেরিস চার্চে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-সম্পৃক্ত ফানা ব্রডকাস্টিংকে জানান, উপাসকদের ভিড়ে গির্জার অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তি তাদেসে তেসফায়ে বলেন, “হঠাৎ মাচাটি ভেঙে নিচে দাঁড়ানো মানুষের ওপর পড়ে যায়। যারা পাশে ছিল তারা কিছুটা বেরিয়ে...