বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা হলো প্রোস্টেট বড় হয়ে যাওয়া, যা চিকিৎসা পরিভাষায় বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া (BPH) নামে পরিচিত। গবেষণায় দেখা গেছে, ৫০ বছর বয়সে পৌঁছালে প্রতি চারজন পুরুষের একজন এ সমস্যায় ভোগেন এবং বয়স যত বাড়ে, ঝুঁকিও তত দ্রুত বাড়তে থাকে। প্রোস্টেট বড় হলে ঘন ঘন প্রস্রাবের চাপ, প্রস্রাবের গতি ধীর হয়ে যাওয়া, অথবা মূত্রথলি পুরোপুরি খালি না হওয়া এমন নানা জটিলতা দেখা দেয়। তাই পুরুষদের জন্য জরুরি হলো আগে থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া, যাতে বয়স বাড়ার সঙ্গে এ সমস্যা জীবনযাত্রা ব্যাহত না করে। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ইউরোলজি এবং ভারতের স্বাস্থ্য জরিপ অনুযায়ী, ৫০-এর ঘরে পৌঁছালে পুরুষদের ২৫ শতাংশ প্রোস্টেট বড় হওয়ার সমস্যায় ভোগেন। ৬০ বছর বয়সে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল...