মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১ অক্টোবর) রাত পর্যন্ত তিনি কমলগঞ্জ উপজেলার আলীনগর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, শমশেরনগর, কমলগঞ্জ পৌরসভা, তিলকপুর এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে পূজার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন,“শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে অনেক সময় অপপ্রচার চালানো হয়। এতে মানুষ বিভ্রান্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজার আগে থেকেই আমরা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারের দুর্গোৎসব রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। মন্দির-মণ্ডপে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে...