হারারেতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। সেমিফাইনালে নামিবিয়া ৬৩ রানে তানজানিয়াকে হারিয়েছে। ফলে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে তারা। অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে কেনিয়াকে হারিয়েছে। তাতে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। টসে জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রানের ইনিংস। তার পর সহজেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। শনিবার ফাইনালে মুখোমুখি হবে নামিবিয়া ও জিম্বাবুয়ে। দুই দলই এখন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। দিনের প্রথম ম্যাচে তানজানিয়ার বিপক্ষে ৪১...