বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পূজামণ্ডপে নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা দিতে নেতাকর্মীরা কাজ করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত ছিল।তারা চেয়েছিল পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা ঘটিয়ে একটি ইস্যু তৈরি করে আন্তর্জাতিকভাবে ফায়দা নিতে। কিন্তু এ সুযোগ যাতে নিতে না পারে, সেজন্য সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সজাগ ছিলেন। প্রতিটি পূজামণ্ডপে কমিটি করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নেতাকর্মীরা পাহারা দিয়েছেন। যাতে দুর্বৃত্ত ও ষড়যন্ত্রকারীরা কোনো নাশকতা করার সুযোগ না পায়। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী শহরের বাগ বিতান ক্লাবে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। খোকন আরও বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই দেশের সব ধর্মের...