শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে তারা। জিততে বাংলাদেশকে করতে হবে ১৫২ রান। ব্যাট করতে নেমে ৩.২ ওভারেই ২৫ রান তুলে ফেলে আফগানিস্তান। এরপর দ্রুত তারা চারটি উইকেট হারায়। ২৫ রানের মাথায় ইব্রাহিম জাদরান (১৫), ৩১ রানের মাথায় সেদিকুল্লাহ অটল (১০), একই রানে দারবিশ রাসুলি (০) ও ৪০ রানের সময় মোহাম্মদ ইশাক ফিরেন ১ রান করে।আরো পড়ুন:টস হেরে বোলিংয়ে বাংলাদেশআফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ এরপর গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, নবী ও শরাফুদ্দিন আশরাফের ব্যাটে ভর করে ১৫১ পর্যন্ত যায় আফগানরা। গুরবাজ ৩১ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৪০ রান। আজমতউল্লাহ ১ চার...