পরিবেশকর্মী থুনবার্গসহ আটকদের ফেরত পাঠানো হবে ইউরোপে গাজায় ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার পর সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে ফেরত পাঠানো হবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।’ ইসরায়েলি মন্ত্রণালয় বলেছে, ‘এসব জাহাজের সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। এগুলোতে যাত্রী রয়েছে ৫০০শ’ মতো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র,...