লিভারপুলের সবশেষ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া উগো একিতিকেকে বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের দলে রেখেছে ফ্রান্স। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যঁ ফিলিপ মাতেতা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে অক্টোবরে আজারবাইজান ও আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৩ জনের দল ঘোষণা করেছেন ফরাসিদের কোচ দিদিয়ে দেশম। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গালাতাসাইয়ের বিপক্ষে লিভারপুলের শুরুর একাদশে ছিলেন একিতিকে। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই সেন্টার-ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লট। ১-০ গোলে হেরে যাওয়া ওই ম্যাচের পর একিতিকেকে নিয়ে স্লট বলেন, “সে খেলা চালিয়ে যেতে পারবে না জানানোয় তাকে আমাদের তুলে নিতে হয়েছিল। দেখা যাক, সপ্তাহান্তে সে কেমন অনুভব করে।” আন্তর্জাতিক বিরতির আগে আগামী শনিবার প্রিমিয়ার লিগের...