০২ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম ভারতের তামিলনাড়ু রাজ্যের পোরুরে অনুমতি না নিয়ে পূজা ও প্রশিক্ষণ শিবির আয়োজন করায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ৩৯ সদস্যকে আটক করেছে চেন্নাই পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) তাদের আটক করা হয়। আইয়াপ্পান্থাঙ্গাল সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পূজা ও বিশেষ 'শাখা' প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। চেন্নাই পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছে, "আমরা ৩৯ জন আরএসএস কর্মীকে স্কুলে পূজা ও বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের জন্য আটক করেছি কারণ তারা আগে অনুমতি নেয়নি।" ভারতের কেন্দ্রীয় সরকার আরএসএস গঠনের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২ অক্টোবর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটির স্মরণে একটি ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে ১০০ টাকার মুদ্রাটি উন্মোচন করেন। এতে 'ভারত মাতা'...