পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বোলারদের তোপে মাত্র ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট হাতে আত্মবিশ্বাসী ইনিংসে রুবাইয়া হায়দারের ঝলমলে ফিফটির ওপর ভর করে ১১৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় বাঘিনীরা। কলম্বোতে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন মারুফা আক্তার। এরপর নাহিদা আক্তার ও রাবেয়া খানের ঘূর্ণিতে আরও চাপে পড়ে পাকিস্তান। পুরো দল ৩৮.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দৃঢ়তায় এগোয় বাংলাদেশ। ওপেনার রুবাইয়া হায়দার অর্ধশতক হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।...