সরেজমিনে দেখা গেছে, গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাটির তিন-চতুর্থাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানটি অতিক্রম করার সময় চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এতে দূরপাল্লার যানবাহন এসে সেখানে থেমে যাচ্ছে। কিছুক্ষণ পরপর গর্তে যানবাহন আটকে যাচ্ছে, কোনোটি আবার বিকল হয়ে পড়ছে। ঢাকা থেকে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাককে সকাল থেকে বিকাল পর্যন্ত গোলচত্বর এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ২টার পর থেকে বিশ্বরোড মোড় গোলচত্বর থেকে যানজটের সৃষ্টি হয়; যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের বেড়তলা, বিশ্বরোড মোড় ও শাহবাজপুর সেতু হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়। এর মধ্যে একাধিকবার কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যানজট ছড়িয়ে পড়তে দেখা...