ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হল বৃহস্পতিবার। ‘অন্নপূর্ণার আগমনে’ দেশের মন্দির-মণ্ডপে আনন্দের যে লহর বইছিল, দশমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা তাকে বিদায় জানালেন অশ্রুজলে। ঢাকার ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন করা হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি নির্ধারিত ঘাটে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হচ্ছে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। ওয়াইজ ঘাটে বিকেল ৩টার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। সন্ধ্যা ৬টার মধ্যে ১৫টির বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। এছাড়া লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট এবং বালু নদের কয়েত পাড়া ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। প্রতিমা বিসর্জনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে...